শোন একটি গল্প বলি-
তুমি যদি শোন।
ঐশ্বর্য বলি আমরা যারে-
সেও ব‍্যস্ত খুঁজিতে ঐশ্বর্যরে।

********

তাং: ‌১৩/০৬/২০১৮ ইং
২৮ আষাঢ়,১৪২৫ বাংলা
রাত:৯.৫২
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত