আঁধারে লুকিয়ে,
ভয়ে কাঁপছিলাম মনে।
সত্যের আলো এসে,
মুখোশ খুলে ফেলেছে ভেঙে।

লজ্জা, অপরাধ, পাপের বোঝা,
সব এসেছে ঝাঁপিয়ে পড়ে।
মনটা ভারী, চোখে জল,
কোথায় যাবো, কোথায় ঠাঁই?

স্বীকার করতে হবে সব,
ভুলের জন্য ক্ষমা চাইতে হবে এবার।
চোখের সামনে ভেসে ওঠে,
অতীতের কৃষ্ণাচরণের ছবি।

হৃদয় কাঁপছে ভয়ে,
মুখ মুদেছে লজ্জায়।
তবুও জানি, সত্যই পথ,
এতে শান্তি মিলবে চিরদিন।

স্বীকার করব সব ভুল,
মেনে নেবো শাস্তি।
নতুন করে শুরু করব জীবন,
আলোর পথে হেঁটে যাবো।

আর লুকোচুরি নয়,
আর অন্ধকার নেই।
ভুল স্বীকারের আলোয়,
জ্বলবে নতুন জীবনের সূর্য।