ভালোবাসার গোপন কথা বলে দিলে তুমি,
তাই তোমাকে ভালোবাসি অবেলাতে আমি।
                বৃষ্টি ঝরা সন্ধ্যা রাতে,
                হৃদয় আমার তোমায় ডাকে।
গরম শ্বাসে প্রেমের স্রোতে ভাসে কতো ছবি,
মাথা তুলে তোমায় দেখি আমার শ্রীদেবী।
                সুরে গানে ভাসিয়ে তালে,
                বুকে দিলে প্রদীপ জ্বেলে।
আপন ক‍রে নেব তোমায় আলোক ভরা ঘরে,
সাজবে তুমি- ফুলে ফলে মনে মতো করে।
                লুডোর খেলায় ছক্কা-কানা,
                প্রেমের বাজি হারতে মানা।
মেঘের মতো উড়বে তুমি গগনেতে মেলে ডানা,
বৃষ্টি হয়ে পড়বে ঝরে মিটিয়ে বুকের যন্ত্রণা।
                রিমি-ঝিমি গহন চুলে,
                হারিয়ে যাব জগৎ ভুলে।

***********
তাং: ‌২০/০৮/২০১৮ ইং
০৩ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল:১০.২৪
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত