রাতের গভীরে একটা বেদনা এসে
আমার ঘুম কেড়ে নেয়।
মাথার ভিতরে একটা স্পন্দন,
একটি অবিরাম যন্ত্রণা, ভয়ের অনুভূতি!
একটি মৃদু গুঞ্জন,
প্রতিধ্বনিত হয় প্রতি স্পন্দনে,
প্রতিটি কম্পনে মিশে আছে একটি কান্না!
ঝড়ের আকাশে নিস্তব্ধ অন্ধকারে আমি সান্ত্বনা খুঁজি,
আমার ঝাপসা দৃষ্টিতে,
অবিরাম লড়াই চলে।
আমি আঁকড়ে ধরি,
আমার চারপাশে জড়িয়ে থাকা শিকল;
এক ঝলক আলো পাবার আশায়।