অবিশ্রান্ত সূর্য অস্তের আভা ডুকে পড়ে
পৃথিবী বিস্তৃত ফাটলে।
ধূলিময় পাতা ঝুলে আছে তৃষ্ণার্ত দীর্ঘশ্বাসে,
নদী সঙ্কুচিত হয় শোকের কান্নায়।
একটি নীরব আবেদন নিয়ে হাত বাড়িয়ে আছে ,
বাতাসের ক্রন্দন স্বর,
শুরু হবে অস্থির নাটক কখন!
গর্ভবতী ধূসর মেঘ জড়ো হয় কতো বার;
তৃষ্ণার্ত রয়েছে সে বহু কাল ধরে,
এক বিন্দু বৃষ্টির জল পৃথিবী ভিজাবে বলে।