ধাতুর ঠোঁটে আগুনের স্পর্শ,
এক নিমেষে ভাঙে সব আশ্বাস।
ভেসে যায় লাল রক্তে বিশ্বাসের পটভূমি,
মাটিতে ঝরে পড়ে জীবনের শেষ অঙ্ক।
কোন অপরাধ, কোনো শাস্তি ছিল না!
শুধু ছিল এক অন্ধ বিদ্বেষের আগুন।
হৃদয় ছিদ্র করে চলে গেল একটি বুলেট,
ছিনিয়ে নিয়ে গেল সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষা।
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে চারপাশে,
কোথায় সেই সুন্দর জীবন, কোথায় সেই হাসি?
শুধু রয়ে গেছে এক অসহ্য যন্ত্রণা,
এক অপূর্ণ ইচ্ছার তীব্র বেদনা।
কে হত্যাকারী, কেন এই নির্মম খু্ন?
এই প্রশ্নগুলোই বারবার ঘুরপাক খায় মনে।
কোনো উত্তর নেই, শুধু রয়ে গেছে এক শূন্যতা,
এক অসহ্য বেদনার তীব্রতা।