সকালের আকাশে উড়ে যায় একটি স্বাধীন রঙিন,নির্ভীক, মুক্তিকামী পাখি,
তার খোলা ডানা ছুঁয়ে যায় মন, গানে গানে ভরে দেয় সে দিক-দিগন্তের গহন।
সবুজের সমারোহ, পরিবেশ তার বাসস্থান।
ফুলের মধু, পোকামাকড় খেয়ে বাঁচে সে পাখি,
সাথে মিশে আছে প্রকৃতির সাথে পশু পাখি কীটপতঙ্গ সবই।
সবুজ গাছপালা, নীল আকাশ, ঝর্ণার কলো কলো ধ্বনি,
মৃদু বাতাস, প্রকৃতির এই অপরূপ রূপ, মনে হয় যেন স্বর্গে আছি।
আমিও একজন এই পৃথিবীর বসবাসকারী, প্রকৃতির অংশ বা তারই সন্তান।
পাখির মতো উড়ে যেতে চাই মুক্ত আকাশে,
বেঁচে থাকতে চাই চিরকাল এই সবুজের সমারোহে।
কিন্তু, দূষণে ছুঁয়া লেগেছে যেন আজ গায়ে, এই পৃথিবীতে;
কতো পাখি হারিয়েছে তাদের গান, বাতাসে ভেসে বেড়ায় কেবল কালো ধোঁয়া।
মানুষের লোভ অত্যাচারে, হারিয়েছে প্রকৃতি তার ভারসাম্য,
আমরা করেছি বিনষ্ট পরিবেশ, বিষিয়েছি বাতাস, করেছি দূষিত জল।
কেটেছি কোটি-সহস্র গাছ,ধবংস করেছি পাখিদের বসবাস।
আজ আমরা এই পবিত্র দিনে শপথ করি সবে
পৃথিবীর পরিবেশ রক্ষা করবো যে কোন মূল্যে,
গাছ লাগাবো প্রাণ বাঁচাবো,
প্রকৃতির ভারসাম্য আমরাই রক্ষা করবো।
তবেই পাখিরা আকাশে উড়বে আবার, গাইবে গান মুক্ত কণ্ঠে,
তারার আলোয় জ্বলে উঠবে ঝলমলে রাতের আকাশ,
সবুজের এই সমারোহে থাকবে আমাদের স্বাভাবিক অধিকার।