সম্মান কেনা বেচা হয়-
মুদ্রার বিনিময়ে।
লোভ আর ক্ষমতা হেঁটে যায়,
উচ্চ থেকে নিচু পথে-
হৃৎপিণ্ডের অসুখের মতো,
মহীয়ান জ্ঞানীদের অন্ধ বিচার।
একটি হৃদয়ে জ্বলে ওঠে আলোকিত শিখা,
অন্ধকারের সাথে লড়াই করে চলে,
যেন- রাত জেগে বসে থাকা পাখি।