২১শে ফেব্রুয়ারী-
বিশ্ব জুড়ে,আজ কথা বলি,
হৃদয়ের মতো করে গাহি গান।
শব্দে দিয়ে, আমরা যুদ্ধ করি,
কেড়ে নিতে নিজেদের অধিকার।
মাতৃভাষা প্রেম প্রবাহিত
আমাদের বুকে বুকে।
ভাষা ভাষী, যে যার মতো কথা বলে,
পেয়েছে কেউ কেউ ভাষা অধিকার।
ভাষা আমাদের ভালোবাসা,
মন ভরে শোনা মায়ের কথা।
এক হয়ে কথা বলি;
চলো-জীবনের সুরে গান গাই ।