নিষ্পাপ হাতদুটো আমার হাত ধরেছিল,
- সেদিনের সেই মানবতার শেষ যাত্রার পর,
আকারে-ইঙ্গিতে কখনো বা অস্ফুট শব্দে,
হয়তো বলতে চেয়েছিলি-
মা আমি বাঁচতে চাই মা।
কিছুই পারলাম না করতে
শুধু মিথ্যে অসহায় সান্তনা দেওয়া ছাড়া।

বলেছিলি- শাস্তি চাই মা ওদের মৃত্যু চাই
তোকে বলেছিলাম- চিন্তা করিস না!
তোর মা এখনও বেঁচে আছে।

জানিস এটাও হয়তো পারলাম না।
তোর অপরাধীদের ফাঁসি হয়েছে ঠিকই
কিন্তু পারিনি সেই ঘৃণ্য অপরাধ কে ফাঁসি দিতে।
সেই শয়তানটা আজও উঠছে জেগে
হয়তো অন্য কোন পশুর ভিতরে।
সে আজও একইভাবে খালি করে চলেছে অন্য মায়ের কোল।
জানিস তার বর্বরতার হাত থেকে ছাড়া পায়নি কেউই
মুক-বধির, বিধবা এমনকি নিরপরাধ কোলের বাচ্চাও,
জানিস সোনা তোর মতো তারাও বাঁচতে চেয়েছিল,
জানিস তাদের মা ও আমার মতো করেই বলেছিল-
- চিন্তা করছিস কেন? আমি বেঁচে আছি না !
কিন্তু জানিস কী পাগলী?
আজ এই আশ্বাসটুকু শুনলে বড় হাসি পায়।
সত্যিই তো এই নিষ্ঠুর পৃথিবীতে আমার মতো মায়েরা আর কী ই বা করতে পারে
__ শুধু বেঁচে থাকা ছাড়া!