প্রেম না পেলে ভাগ্য,
পেয়ে গেলে স্বর্গ।
যে যায় বলুক কিছু যায় আসে নাই।
প্রেম যদি আগুন বৃষ্টি হয়
ভিজতে আপত্তি নাই।
প্রেম না জ্বললে ধূপ,
জ্বলে গেলে দ্বীপ।
যে যায় বলুক কিছু যায় আসে নাই।
প্রেম যদি কাঁটার বিছানা হয়
ঘুমাতে আপত্তি নাই।
কলমেতে প্রেম আড়াই অক্ষর,
কাগজেতে গল্প অল্পদিনের।
অল্প সেই গল্প আড়াই দিনের,
ইতিহাস হয়ে রয় যুগে যুগের।
প্রেম না বুঝলে নষ্ট,
বুঝে গেলে কষ্ট।
যে যায় বলুক কিছু যায় আসে নাই।
প্রেম যদি চোখের জলের সাগর হয়
ডুব দিতে আপত্তি নাই।
জীবনের কেবল একটা চাওয়া
বদলে দেয় আমার জীবনের পাওয়া।
একজন রাজা অন্যজন হয়ে যায় রানী
হৃদয়তো প্রজা নিরীহ প্রানী।
প্রেম না ফিরে পেলে শাস্তি,
ফিরে পেলে স্মৃতি।
যে যায় বলুক কিছু যায় আসে নাই।
প্রেম যদি ইচ্ছা মৃত্যু হয়
মরতে আপত্তি নাই।