কান্নারাই বুকে হাত বুলিয়ে দেয়
ভাল থাকি এই আবেশেই,
নয়ত ভাল থাকার ভান করি,
ঝাপিয়ে পড়ি কল্পিত বুকে,
তুমি দ্বন্দ্বের আকাশে ঘনিয়ে আসা মেঘে
বৃষ্টি ভিজবে বলে দূরে থাক এ ভাঙ্গা-ডানা পাখির থেকে।
পাখি তবু সে চক্ষু বুজেই থাকে,
ছেঁড়া সূর্য দেখবার আশায়।
আর আমি তোমারই আগমনে বসন্তের ছোঁয়া পায়।