-: অণুকাব্য - ১১৩৯:-
মোহাম্মদ আলী চৌধুরী।
যখন সরল মনে,গরলের বাটি,হাতে তুলে নিলেন গুরুজি সক্রেটিস,
শিষ্য প্লাটো শুধালে,গুরু বলে,মুরগির দামটা বাকি আছে,তা তুই
দিয়ে দিস।
অসুখে কাহিলে,শিষ্য রেজভী জানিতে চাহিলে, অন্তিম আদেশ মোর,
শিষ্যরা সকলে,ভিজিয়া নয়ন জলে,আমার গ্রামের বাড়িতে দিস
গোর।
রচনাকাল:-
ঢাকা ১১/০৬/২০১৯
রাত৮-৫০