-: বাংলা লতিফা- ১০ ৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
বাঁধনের আজ বিয়ের বাঁধন,আমার কাঁদন আসে,ওঁর ফুপু, মণি আপার বিয়ের দৃশ্য আমার চোখেতে ভাসে,
ছিষট্টি বছর আগে, কত অনুরাগে,হয়েছিল সেই বিয়ে,যা আমার স্মৃতিতে সমুজ্জ্বল রয়,আনন্দ উচ্ছ্বাসে।
ভাগ্যের বরপুত্র ছিলেন আমার ফুপা শামসুদ্দিন চৌধুরী, তাঁর
একার কামাই,খাচ্ছে সবাই, তিন পুরুষ ধরি,
আমাদের মনের একান্ত আশা,বিয়ের অনুষ্ঠানে হবে
সস্ত্রীক আসা,যা বহুদিন রেখেছি গোপন করি।
হঠাৎ আমার মেয়ে চলে গেল অস্ট্রেলিয়া, একমাত্র ছেলে জাহিরে আমাদের কাছে রাখিয়া,
বিয়ের অনুষ্ঠানে তাই,আমরা যেতে পারি নাই,এরে, ওরে ধরি
ভিডিও কল করি থাকিয়া থাকিয়া।
রচনাকাল:-১০/০৬/১৯
বেলা১-৪৫
★ আমি কবিতা লিখিতে পারিনা। কবিতার ভালো মন্দ বুঝিতে
পারি।আমার কাছে মনে হয় কবিতাটা হৃদয়ছোঁয়া হয়েছে।