-: উপলব্ধি-৯৩২:-
রুবাইয়াত ই ওমর খৈয়ামের অনুবাদের তুলনা
মূলক বিশ্লেষণ,
আপনাদের কাছে একটা বইয়ের খোঁজ দেওয়ার
আকুল আবেদন।
মোহাম্মদ আলী চৌধুরী।
আমি রুবাইয়াত ই ওমর খৈয়ামের অনুবাদের তুলনামূলক
বিশ্লেষণে কাজ করতে আছি।আমার সংগ্রহে এডওয়ার্ড ফিটজেরাল্ড,কান্তি চন্দ্র ঘোষ,নরেন্দ্র দেব,কাজী নজরুল ইসলাম,সিকান্দর আবু জাফর,মোহাম্মদ আতাউর রহমান ও আমার বইটি আছে।আমার জানা মতে সত্যেন্দ্র নাথ দত্ত ও ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ ও রুবাইয়াত অনুবাদ করেছেন।বহু খোঁজাখুঁজির পরও এঁদের বইয়ের সন্ধান পেলাম না।
আমার বিনীত নিবেদন এই যে যদি কোনো সহৃদয় লোকের কাছে এ বই দুটির কোন কপি থাকে তাহলে তার ফটো কপি আমার ফেসবুকের ইনবক্সে অথবা আমারmachowdhury78@gmail.com ইমেইল আই ডি তে
পাঠাবেন। পাঠানোর খরচা ছাড়াও মূল বইতে কৃতজ্ঞতা স্বীকার করবো।বইটা হবে একমলাটে সব কবির ওমর খৈয়ামের
অনুবাদ।
রচনা কাল:-
ঢাকা ০৬/০৪/১৯
বেলা৩-৫০
★ আমার শুভাআকাঙ্ক্ষীরা দয়া করে স্টেটাসটি শেয়ার করে
প্রচার বাড়াবেন।