-: উপলব্ধি-৯৮৭:-
মোহাম্মদ আলী চৌধুরী।
২০২৩, শহীদুল্লাহ হল,আমার স্মৃতিতে করে জ্বল জ্বল,
খুঁজে পেতে শহীদুল্লাহর রুবাইয়াত ই ওমর খৈয়াম হলাম বিফল।
পেলাম তাঁর মেয়ের ঘরের নাতনির ফোন নম্বর,তখনই হলাম তৎপর,
৷ ৭ ছেলের মাঝে , বেঁচে আছে একজন,অধ্যপক মূর্তজা বশির,
তিনিও প্রায় মরমর।
কথিত আছে বাবা রেখে ছিলেন নাম বশির উল্লাহ মিলিয়ে নামের সাথে,
উদ্দেশ্য ছিল ডঃ মুহাম্মদ শহিদুল্লার ছেলে হিসাবে পরিচিত হবেন এই দুনিয়াতে।
তিনি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়া,নাম করিলেন মূর্তজা বসির,এফিডেভিট করাইয়া।
আমি তোমার ছেলে হিসাবে নয়,মূর্তজা বশিরের বাবা বলে দিবে পরিচয়,আনন্দিত হবে হিয়া।
রচনাকাল:-
ঢাকা১৭/০৫/১৯
রাত১২-৫৫