-: অণুকাব্য - ১১২৩:-
-: নুরুজ্জামান ফিরোজ :দেখি তাঁরে ফি রোজ :-
মোহাম্মদ আলী চৌধুরী।
আবুল হোটেলের পাশ দিয়া বাবুল মিয়ার বাড়ি যেতাম আমি ফি রোজ,
তখনও জানিনা এখানেই থাকেন ছন্দের কারিগর নুরুজ্জমান ফিরোজ।
দেখিয়া তাঁহারে, মনে হল আহারে,শুধাই কাহারে,
কেমনে এ বিদ্যা করিল অর্জন?
কবিতার বাহারে,আমার মনে হয়,লিমেরিক লিখি,
রুবাইয়াৎ করিয়া বর্জন!
রচনাকাল:-
১৯/০৯/১৬
সন্ধ্যা ৬-৫০