রুবাইয়াত ই আলী-১১৪
মোহাম্মদ আলী চৌধুরী।
প্রোমোশন পেলে অনেকেরই দেখি বেড়ে যায় অহংকার,
লক্ষ্য করুন,কবরে করুণ পরিণতি হবে যে সবার।
একদিন আমারও ছিল পূর্ণ যৌবন,মধু খেতে চষিয়াছি কত যে মৌবন;
আজ আছি অবসরে,কতজনে বিদ্রুপ করে,ভাবেনা অবসরে যেতে হবে যে তাঁহার।
আমার ইংরেজি অনুবাদ:-
I see that some officials feel proud on their promotion,
Please look into the grave and see the pathetic
condition.
Once I was quite young, I did not care for right or wrong;
I am retired now,follow the same path thou,and all
person.
রচনাকাল:-
ঢাকা০৮/০৫/১৯
রাত৭-৪৫