-: উপলব্ধি-১০০৫:-
মোহাম্মদ আলী চৌধুরী।
আমি আর জিতিতে চাহিনা, মানিয়া নিয়াছি হার,গতকাল রাত
দশটায়,গিয়েছিলাম বাসায় তাঁর,
সবচেয়ে পুরাতন বন্ধু,করুণার সিন্ধু কদমতলার জাফর ইদ্রিসকে দিতে হাদিয়ামুক্ত উপহার।
আমি নিমকহারাম,দুইবার তাঁর বাসায় খেয়েছি করিয়া আরাম,
আবার ও ফোন করে বলে,
ভুল বুঝাবুঝির হোক অবসান,দুজনই বুড়ো হয়ে গেছি,কখন হয় প্রয়াণ, খবর দিয়ে আসুন চলে।
ভাবি জনতা ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক,রোজার দিনে তাঁকে কষ্ট দিব নাহক,তাই,
কোনো খবর না দিয়ে,তারাবির পরে রাত দশটায়,অয়ন আর
অনীককে নিয়ে,গেলাম তাঁর ঠাঁই।
আমি চাহিনি সাধিয়া,আমার অগোচরে,দিলো পকেটে ভরে,
বকেয়া সহ অনেক বেশি হাদিয়া;
অর্থই অনর্থের মূল,ভাঙ্গিল আমাদের ভুল,আনন্দ ও লজ্জায়,
আমি ফেলিলাম কাঁদিয়া।
রচনাকাল:-
ঢাকা২৯/০৫/১৯
বেলা১১-২০
★মোবাইল বিশেষঅজ্ঞ( বিশেষজ্ঞ নয়) অয়ন তাঁর মোবাইলের
ব্লক তুলে দিল ফলে আবার আমরা বন্ধু হলাম।