-:উপলব্ধি -৯৮৬ :-
মোহাম্মদ আলী চৌধুরী।
কলকাতার বই বাজার খুঁজি,শিষ্য রেজভী জানালো, গুরুজি,
পাওয়া যাবেনা সত্যেন দত্তের তীর্থ সলিল,
এখানে পেয়েছি সত্যেন্দ্র কাব্যগুচ্ছ,সেটা কিনি নাই করিয়া তুচ্ছ,
বুক ভিউর ফারুক বলে ওটাই আসল দলিল।
আমি না করে সময় নষ্ট,নীলখেতের মোস্তফার পুরানো বইয়ের
দোকানে গেলাম করিয়া কষ্ট,পাইলাম বই;
আমার বেড়ে গেলো হায়াত,ও বইয়ে পেলাম তীর্থসলিল ও কাঙ্ক্ষিত ১৩ টি রুবাইয়াত,আমি ধন্য রেজভী বলিল।
রচনাকাল :-
ঢাকা১২/০৫/১৯
বেলা৫-৪৫