-: লিমেরিক- ১০৩:-
মোহাম্মদ আলী চৌধুরী।
১৮৮৬ সালের ১লা মে তক,সময় বাঁধিয়া দিল যাতে পুঁজিবাদী
নির্যাতক,প্রতিদিন কাজের সময় ৮ ঘণ্টা করে,
না মানিলে দাবী,৩রা মে ১ লাখ শ্রমিক জড়ো হল হে মার্কেট চত্বরে,যেটা ছিল আমেরিকার শিকাগো শহরে।
ফাটিল বোমা,মরিল ৬ জন পুলিস,চালালো গুলি,
উড়ে গেলো বিক্ষোভরত ১১ শ্রমিকের মাথার খুলি।
বাধ্য হল মানিতে দাবি, শ্রমিকদের সেই ত্যাগের ছবি,করিতে স্মরণ,১ মে, মে দিবস হিসাবে লইলো বরণ করে।
রচনাকাল:-
ঢাকা০১/০৫/১৯
বেলা১২-০৫
★আজ ভোরে শ্রমিক মিছিলের স্লোগান শুনে মনে হল ওরা মে দিবসকে বঙ্গবন্ধুর একটা অবদান বলে মনে করে।আজ পর্যন্ত
আমেরিকা ও কানাডা মে দিবস পালন করেনা।