শ্রমিক
আমার হাত আজ উচ্চ তর শক্ত শিকড়ে গাথা
তাই ছুঁয়ে দেখতে চাই আকাশ
যেমন ছিল পিরামিড বা রোমের ইমারত
মস্কো অথবা নিউইয়র্ক অথবা লন্ডন নগরী অথবা শিকাগো শহর।
আধুনিক আইফেল টাওয়ার অথবা
দুবাই এর বুর্জ খলিফা অথবা
জেগে উঠা জেদ্দা টাওয়ার।
আমার হাত এখনও গড়ছে, নাড়ছে পাথর
সভ্যতার শীর্ষে আমার ঘাম, আমার রক্ত
আমার পেশীর আমার মুষ্টিযোগ এখনও খসে পড়ছে  
আমার আঙ্গুলের খোলস।    
অর্থের পাহাড় ইন্ডাস্ট্রির চাকা ধনে ধনাঢ্য ঐশ্বর্যে
অথবা রমণী আঙ্গুলের হীরা
আমার হাতের চাপ রয়েছে তার চাকচিক্যে।
সভ্যতা আকাশ ছোঁয়ে যায়
কেউ কি জানে সে যে আমার ধমনীর তরঙ্গে
আমার শ্রমে গড়েছে সব  
আমি শ্রমিক! আমার হাড় ভাঙা শ্রমে
গড়া এই অট্টালিকা এই সিঁড়ি  এই ব্রিজ
গাড়ির চাকা ঘোরা এই দীর্ঘ রাজপথ।  
মুজাহিদ চৌধুরী। লন্ডন।১।৫।২০১৮।