কবিতা তুমি দাড়াও
প্রসবের ব্যথা কলমের নিবে রেখে
দাড়ি এঁকো।
শুনেছি ওইপাড়ায় রক্তাক্ত রাস্তায়
শুয়ে আছে আমার কবিতা, মুক্ত কথা
জিভের নিচে ভয়ে ভিত
ভালচার এর ঠোঁটে নখে নখ ধার,পীড়িত।
কবিতা তুমি দাড়াও
আমার চিত্তে রক্ত ঝরে আমি রুষ্ট, বাহিরে
আকাশ ফাটা রোদে শুধুই করনা রোদন
মেঘের কোলে নীল আকাশ নীলে ভরা
নীচে পাথর ঝরা বৃষ্টি
আর্তি রোগে মাটি আমার বিদ্যুৎ এ বিদ্যুৎপিষ্ট।
কবিতা, তুমি দেবে কি আমায় দিশা
তুমি দেবে কি আমার ধোঁয়াশা ভরা চোখে
কলম ঝরা নিবে, যা আছে পাথর চাপা
না বলা বাস্তব লিখার একটু খানি ভাষা।
মুজাহিদ চৌধুরী। লন্ডন।২৫।২০১৬