অন্তহীন সমুদ্র চেয়ে থাকে কখনো বাক-হীন
কখনো কল্লোলিত
কখনো তোমার চোখের জল ভরা
প্রবাহিত ফুটা ফুটা জলের মত উত্তাল।
শুকনা পাতা ঝরে যায়
স্মৃতিময় কালকের সবুজ দিনের
সদ্য ফোটা কলির শাখা ছেড়ে
আজ সে হারানো স্মৃতি
জীবনের ছিন্ন পাতার মত।
ফুল ফোটে ভোরের শিশির বেলা
আধারে সুবাস ডেলে ঝরে পড়ে
অন্ধকারে অবেলা
অমন করে আকাশের তারা ঝরে
বর্নাট্য জন্মের পর ।
অতীত এমন
ছিন্নতা সর্বদাই যেন
পুরানো স্মৃতির হাহাকার।
আজ যাহা আসিছে নূতন
যদিও তারে ধরে রাখি সযত্নে
পৃথিবীর একই প্রথা
সেও চলে যাবে পড়ে রবে শূন্যতা।
হয়ত জীবনের নূতন সূচনা হবে
রয়ে যাবে অনেক পিছু টান
স্মৃতি ভুলানো হবে মৃত্যু দিয়ে
মাটির ভিতর খুঁজে পাব জীবনের প্রাণ
নূতন আসিবে আবার চলেও যাবে
সে যে প্রকৃতির অসাধারন নিয়ম।
মুজাহিদ চৌধুরী।১।৭।১৫