প্রথম দেখা
প্রথম চোখে চোখ রাখা
তার পর, প্রতি দিন প্রতিক্ষণ
চোখের ভিতর চোখের বাসা।
এমনি করে
নিত্য তুমি চল দেখি এই যে চঞ্চলা
সুললিত যৌবনে ঝরাও নূপুর বাদ্য যেন বাঝে
জোয়ার ভাটার সন্ধিক্ষণে বক্ষে মোর বিঁধে ।
পাগল বায়ূর পাগল মনে
কোন সে উন্মাদনা
গায়ের আঁচল উড়ছে উড়ে হে যৌবনা
আকাশ যেন নুয়ে পড়ে আমায় ঘিরে বাজিয়ে তাহার বীণা ।
মুজাহিদ চৌধুরী । লন্ডন । ১৩ । ৪ । ২০০১৫