সেই উষ্ণতায় আজো ভেজাই শরীর
দু হাতে হাতরাই এখনও হাওয়ার ভিতর
যতবার আঁখি খুলি, দেখি সমুদ্র পানে
সাগরপাখী ডানা নেড়ে উড়ে যায় তাদের ভিড়ে।
মত্ত সমুদ্র অতই জলে ধাবমান ঢেউ
তৃপ্তির ফেনায় ভাসায় কুল
সম্মুখে সংগমে যায় আকাশের নীলে।
আমার রুদ্রতা আর নিঃসঙ্গতায় ঘনায় সময়
থমকে থাকি, থাকে মোর হৃৎপিণ্ড
বাসনায় ভাসে বুক হৃদয়
আকাঙ্ক্ষার উন্মত্তায় সাগর জাগে অনিবার।
মুজাহিদ চৌধুরী। লন্ডন। ১৬।২।১৫