তুমি এক বার হাত দিয়ে ছুঁয়ে দেখ
এই আমার শরীর
রক্ত প্রবাহিত একটি জ্যান্ত মানুষ।
তুমি আবার হাত দাও, কি টের পাও
এটা আমার বুক
বিশাল প্রেমের আবাস।
আরও কাছে এসে তুমার উষ্ণতায়
একটু স্পর্শে মুখ নুয়ে ছুঁয়ে
কান পেতে শুনো
এখানে যমুনার জলের ধারা প্রবাহিত।
এটার ভিতর আমার হৃদয়
এখানে নিত্য ফুটে বসন্ত
ঝংকারে নিত্য জাগে গান।
এই বাটে কেউ আসেনা
এটা কি শূন্য? না না
এটা একটা বসন্তে ফোটা নিবাস ।
এখানে কেউ আসেনি কেউ জানে না
এটা যে তুমারই বাস তুমারই বসতি
সেই আদি থেকে অন্ত দিবা নিশী।
মুজাহিদ চৌধুরী। লন্ডন।১৪।২।১৫