ঝড়ো রাতে বদ্ধ ঘরে শুয়ে দেখি
বাহিরে বহে ঝরঝর বারি
ক্ষীণ মন বদ্ধ করি আঁখি।
আকাশের ডিম্বক ত্বকে
উনুনের আগুন জ্বেলে
আকাশ কাঁদে বিমর্ষ বিষাদে।
ঝড়ো রোষের চাবকে
গাছেরা বারে বারে অবনত মস্তকে
মাটি ছুঁইছুঁই মূর্ছনায়
যেন কাহার-বন্দনা করে ।
অনুভবে শীতল আমি
কেন জানি রক্তের কোমল রন্ধ্রে
কিসের অনুভূতি লাগে।
আচমকা গাত্র চর্ম ঘিরে সমস্ত ইন্দ্রিয় জোড়ে
একাকী প্রকৃতির আবর্তে স্যাঁতস্যাঁতে নীড়ে
প্রত্যাহত দেখে মনে হয়
জননী ঢাকিয়া রাখিল তার আঁচল তলে।
মুজাহিদ চৌধুরী। লন্ডন। ৩।২।১৫