ক্যালেন্ডারের শেষ পাতাটা উল্টে যাবে
কাল সকালে
বিদায় নেবে সূর্য ডোবার সাথে
যথা তথা তোমার কথা আমার কথা ।
রক্ত জবা বাসি হবে
তার সাথে আর ও কত কি
হারিয়ে যাবে মধ্য রাতের চাঁদ জাগানো
রূপ কথার এই কল্প কথা
পদ্ম দীঘির জলের মাঝে ছোট ছোট দুঃখ কথা
গড়িয়ে যাওয়া অশ্রু ঝরা বিসর্জনের জলের ফুটা।
না হয় হলো তবুও এসো
দিনান্তের এই পথ হারা জীর্ণ শীর্ণ
পথিকের এই পথ মাঝে
হয়ত পাবে
না বলা ঐ কথা মালার আদ্রতায়
থোকা থোকা পত্র লিখা
প্রিয়তমা এই পৃথিবীর
পুরাতন প্রেম কথা
সাজিয়ে রাখা নিত্য নূতন সাজে।
মুজাহিদ চৌধুরী। লন্ডন।২৯।১২।২০১৪