তুমি যখন বিছায়েছ আকাশ জোড়ে
নয়ন জোড়ান নীলে শান্ত নীল বিছানা
আমি তখন ঘুম ভাঙ্গা চোখে
খুঁজি বালুচরে ঝরে যাওয়া সোনা ।
যখন গুল্ম- লতাপাতা ছনের ছায়ায়
মেতেছে মৌনতায় শিশিরের দানায়
যখন পাখীদের গানের সভায়
গেয়ে যায় সুপ্তির গান ।
আমি তখন শান্ত দীঘির জলে
খুজিতেছি তার নীলাভ রূপ
যে রূপ অন্বেষণে শুধু ভাসে ঐ দিগন্তে
দুরন্ত কালো কালো মেঘের ঝুপ ।
কত গান হারিয়েছে তার তরে
হারিয়েছে উর্বশী ঊর্মি সমতল তটে ।
আবার দেখেছি তারে চকিত স্বপ্নে
অন্তরের অরণ্য উত্তাপে
জ্বলন্ত আগুনের পাশে বিদগ্ধ আলিঙ্গনে ।
মুজাহিদ চৌধুরী। লন্ডন। ১৯।১২।২০১৪।