মৃত্যু
কাঁচ ভাঙা জানালায় বঙ্গবন্ধুর মৃত্যুর ছবি দেখি।
দেখি, বাংলার অলি গলি কাঁঠাল আম জাম এর
ঝরে পড়া ফলের বীজ মাটি গজিয়ে
সাজিয়েছে বিছানা।
অথৈই জলে ভাসা বাংলায় মাছেরা পেয়েছে পার
জলে ভাসা নদী সীমা হীন জল নিয়ে
বহিছে বিরাম হীন
ধীর বহমান ধারা।
আজ আগস্ট মাস
আকাশের প্রান্তে বসে তোমায় নিয়ে হেথা ভাবি কত কথা
দিন কাটে রাত্রি ঘনায় ঘন ঘাসে ঘুমায়ে
স্বপ্ন দেখা বাংলা দেশ!
মুজাহিদ চৌধুরী। লন্ডন। আগস্ট ২০১৭।