কবে ছাড়িলাম তারে
কেউ বলে সন্ন্যাসী আমি
কেউ বলে বাউল
গলি গলি বেয়ে পাহাড় নদী মরুর উপর
আকাশে আকাশে রঙ বেরঙ
কৃত্রিম শহরে শহরে ভ্রমি।
এ গুলার্ধের রহস্যের বাকি যে অনেক
শব্দের ও অর্থ আছে চোখের ও রঙ আছে
মনের রঙএর সাথে পারি না যে এক্কেবারে।
রক্তের মিল সব বর্ণ বেদে
লাল রক্ত একই কান্না একই হাসি
তবুও রহস্যময় আচরণ! চেনা যে দায়!
এ নব্য সমাজে শুধু দেখি
সমীহ ও নীতির বিচরণ
অথচ কেউ তোলে ডাস্টবিনের উচ্ছিষ্ট
কেউ করে সেম্পেইনে মহা সমারোহ
মন মোর সত্যি আউল বাউল
কাছে থেকেও বুজি না!
চোখ থাকতে দেখিনা
বলিনা কাউকে কিছু! এ যে ভ্রান্ত দর্শন
তবুও কেমনে অভ্যস্ত এ বাউল মন।
মুজাহিদ চৌধুরী। লন্ডন। ৭।৩।২০১৯।