কোন সংগোপনে তোমার সাথে হবে আমার দেখা।
শোকাতুর ভগ্ন হৃদয় ভয়ে ভয়ে মগ্নতায়
ব্রহ্মাণ্ডের কোণে
এ নিঃস্বকে করুণা করো মহান
অকাতরে নদী বহে জল তার কেড়ে নেয়
হৃদয় কোঁড়ে।
উপোষ নগরে আমি একা নই
বাড়ি ঘর থইথই বসে আছে ভিখারি ও ভুখা
কোন সংগোপনে তোমার সাথে হবে আমার দেখা।
কি করে সাজাও তুমি আড়ালে
তোমার ইচ্ছার কল কৌশল
দেখা দাও দাড়াও এসে
ব্রতে আছি তাড়া নেই
নিত্য কাল বসিব তোমার লাগি
বল দেখি
কোন সংগোপনে তোমার সাথে হবে আমার দেখা।
অনেক অনেক কথা আছে তোমার সাথে
নিশিতের অন্ধকারে কহিব একাকী
এমনি দীন দুঃখীর চোখের পাতার উপর
তোমার অপার সৌন্দর্য ঝুলিবে জানি
মুদিয়াও যাইবে অকস্মাৎ না করিতে দেখা না করিতে ভোগ
করুণা করো প্রভু তাদের প্রতি করো তুমি দয়া
কোন সংগোপনে তোমার সাথে হবে আমার দেখা।
মুজাহিদ চৌধুরী। লন্ডন।৩০।৬।২০১৭