আকাশে আজ ধুম লেগেছে মেঘের মেলা
গাছের শাখা হেলে দুলে করছে খেলা
চলো না এই বৃষ্টি ভেজা মাটির উপর
বৈশাখী বাতাসে নিজেকে উড়াই।
ডোল কর্তাল বাঁশের বাঁশি বৈশাখী ঝড়ে
শাখায় শাখায় নৃত্য করে আসছে দেখি ধেয়ে
চলো না দেখে আসি মুকুল ঝরা আমের বাগান
কেমন করে দাড়িতে আছে ভিজে ভিজে।
আম বাগানে নীচে দেখি
কচি আম ঝরে আছে স্তরে স্তরে
ঝড়ের তোড়ে ভাঙা ডালের ফাঁকে
ঝরে পড়া ঝোপের ফাঁকে
পাখীর ছানা কেমন করে রয়েছে বেঁচে।
মুজাহিদ চৌধুরী। লন্ডন। ১১। ৪। ২০১৭।