(করনা কালীন কবিতা)
আমি কি ইতিহাস হবো
হে অভিমানী হে আমার প্রেম,আবার জাগো, আবার দিশারী হও
হে অভিমানী ফিরাও চোখ
এ নিঃস্ব ভোরের আবিরে দেখে আগুনের লেলিহান।
এ তৃষিত হৃদয় চাহে অগাধ,চাহে পূর্ণতায় পরিপূর্ণ হতে
হয়ত দাম্ভিকতায় কখনো ঘটিয়েছে বর্বর লীলাক্ষেত্র
প্রাচুর্যে মত্তে করেছে তোমাকে অবজ্ঞা,অবুঝ মন বুঝে কি তোমার প্রেম।
যা দিয়েছ সুধা ভরে কেমনে একে একে করো বিয়োগ
এ কেমন বিরহ তোমার
তোমার যমুনা একাধারে বহিছে পূর্ণতায়, যুগ যুগান্তরে
কেমনে প্রলয়ের রূপে ভেঙ্গে ফেলে করো অবসান।
এ মানুষকোল যে গৌরবে গড়েছে সভ্যতা
হাসপাতালের মর্গে হবেকি ইতিহাস?
প্রেমের এই আত্মা তোমার বিরহে ক্ষান্ত, ক্ষমা করো
এ বিষণ্ণ দিশা হারা উদাসী সদাই ,বুঝে কি এতোসব।
কেড়ে তুমি নিয়োনা ক্ষণজন্মা বুভুক্ষুয়ের প্রসাদ
তোমার বিচরণ তাতে ,তোমারই এই অফুরন্ত দান
ফিরিয়ে নিয়োনা আর এই কাঙ্গালের প্রাণের প্রাণ।
২০। ১।২০২১। লন্ডন