আবর্তনী
আজ প্রভাত আলোর
প্রথম ভোরের প্রথম ক্ষণে
যে মোরে খোলে দিল দ্বার  
আজ সেই পৃথিবীর
আবর্তের আবর্তনী আমার প্রাণে।

দীনতার ভারে প্রথম দ্বারে প্রথম দেখা তার
তার কাছে আমি নমিত,আশ্রিত
ভয়ের দরজা তালায় তালায় সে যেন
বন্ধ করে গেলো।

নিশিত রাতের ভয়ংকরী যমদূত, নিশ্চিত নিশ্চল
যে অনিষ্ট এর হোথা গ্রন্থির কাঁপন
যে মোরে ছেড়ে দেয়
ধমনীর উথাল পাতাল নষ্ট ছেড়া স্রোতে
সেই ধূর্ত  হিংসা-বাজ ধান্ধা-বাজ ধোঁকাবাজ ধংসকে
চলো আজ নির্বাসিত করি নাফেরা অচিনপুরে।

মুজাহিদ চৌধুরী। লন্ডন। ২৭।৫।২০১৭