মাটির দেহ মাটির বাড়ি
মাটিতে মোর বাস,
নিজের নামে-দলিলপত্র
মনে করি খাস।
মাটির উপর চলাফেরা
মাটি জোগায় ভাত,
মাটি সাথে আত্মা বন্ধন
সবল চিত্তে রাত।
মাটি মোদের পরম সখা
যার তুলনা নাই,
উর্বরতায় শশ্য ফলন
বায়ু বাতাস পাই।
কত জীবের এই মাটিতে
বেঁচে থাকে প্রাণ,
মাটি মোদের অমূল্য ধন
সৃষ্টি খোদার দান।
সৃষ্টি যাঁহার এই ধরণী
উজাড় করে দেয়,
ভোগ করে যাই অহর্নিশ
খাজনা নাহি নেয়।