প্রসঙ্গ কথা : গত ফেব্রুয়ারি ২০২০ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল থেকে  শিক্ষা সফরের উদ্দেশ্যে ঐতিহাসিক মুজিবনগর গিয়েছিলাম। পথিমধ্যে অনেক ‘পুর’ এর মুখোমুখি হয়। সেই ‘পুর’ নিয়ে আমার ভাবনার ছন্দ কথা।


দেখতে শিখতে করবো সফর
ঐতিহাসিক মুজিব নগর।
সেটা ছিলো মেহেরপুর
এখান থেকে অনেক দূর।
চললো গাড়ি দেখলাম রূপপুর,
দেখালাম কুঠিবাড়ী
সাথে তাঁর সানবান্ধা পুকুর
মালিক যার রবি ঠাকুর ।

সাথেই ছিলো ভাই খলিলুর
আরও ছিলো হবিবুর,
দীর্ঘ ভ্রমণ, সল্প দর্শণ, গল্প, আড্ডা
আনন্দ আর বিনোদনে ভরপুর।

খানা খেলাম মাঝ দুপুর
বিকেলে বাজলো ফেরার সুর
মিষ্টি কিনলাম আলাইপুর
গড়ি থামলো শিবপুর
নামালো নাতি হবিবুর।
কেউবা গেল মহনপুর
মোরা নামলাম বিনোদপুর
পাশ কাটিয়ে ধরমপুর
পেরুলাম মোরা মির্জাপুর
ডানে ছিলো খোঁজাপুর
বামেই আমাদের শ্যামপুর।

পরের বার দিনাজপুর
নইতো নওগাঁ পহাড়পুর
পদ্মা সেতুর শরিয়তপুর, মাদারিপুর
এক এক করে গাজীপুর,ফরিদপুর
চাঁদপুর, লক্ষ্মীপুর, শেরপুর
বেগম রোকেয়া’র রংপুর,
কবি আহসান হাবিবের পিরোজপুর
জামালপুর, ময়মনসিংহের গৌরিপুর
হবিগঞ্জের মাধবপুর,সুনামগঞ্জের জগন্নাথপুর
স্বপ্ন রইলো সিঙ্গাপুর
মালোশিয়ার কুয়ালালামপুর
বাজাবো মোরা মিলোনের সুর
মনমালিন্য সব করবো দূর।