যে রোগ ধরতে কাউকে ছাড়ে না
সহজে সে কিন্তু সারে না
আবার বেশি মরে না,
তার পরেও মৃত্যুর সংখ্যা কম না
সে হলো নোভেল করোনা।
কোভিড-১৯ অপর এক নাম
প্রতিকার নাই, প্রতিরোধ ই সমাধান।
যেখানে সেখানে হাঁচি-
কাশি কেউ করো না
পরিষ্কার আর পরিচ্ছতায়
সাবান দিয়ে হাত ধুতে ভুলো না।
এ এক প্রাণঘাতী ভাইরাস
বিশ্বব্যাপী ছড়িয়েছে যে ত্রাস।
তামাম পৃথিবী আজ আক্রান্ত
মানব জাতি তাই ভারাক্রান্ত।
শত সহস্র ঝরছে আজ প্রাণ
আবাস ভূমি যেন হচ্ছে শ্মশান।
বেড়েই চলে মৃত্যুর মিছিল
ধরণীর আকাশে উড়ছে যেন
মানুষের রক্ত খেকো চিল।
হে আল্লাহ করি আমি প্রার্থনা
কর গো মোদের তুমি করুণা
রক্ষা পেতে মরণব্যাধী করোনা।
তোমার প্রতি ঈমান রেখে মজবুত
রহিয়াছি সদায় মৃত্যুর জন্য প্রস্তুত।
চাই না সেটা তোমার গজবে
চাই গো খোদা তা-
ন্যায়ের পক্ষে লড়তে জিহাদে।
হে মালিক, তুমি রাজাধিরাজ
সৃষ্টি তোমার বিশ্বজগৎ
তাই তো করি, তোমার-ই ইবাদত।
তুমি মোদের ভুলোনা
ডাক্তারের ডাক্তার তুমি
সেফা দানে নেই তোমার-
কারোর-ই তুলনা;
এই আমার প্রার্থনা;
মুক্তি পেতে করোনা।