“আল্লাহু আকবারুল্লাহু আকবার
আল্লাহু আকবারুল্লা......হু আকবার।”
এসো ভাই মুমিন প্রার্থনার কাজে
এসো ভাই মুসলিম কল্যাণের পথে
সুমধুর ঐ ধ্বনিতে সাড়া পড়ে ধরণীতে
ডাকে ঐ মুয়াজ্জীন, পাঁচবার প্রতিদিন
আল্লাহ মহান তিনি আল্লাহ মহান,
রাখো তোমার এখন কাজ
শুরু হবে এক্ষুণি নামায
সামিল হও তাতে যদি হও মুসলমান।

নামায এতো মুসলিমের প্রধান কাজ
নামায সেতো রবের সাথে মুমিনের মেরাজ।
নামায সেতো রবের কাছে বান্দার দাবি
নামায সেতো মুমিনের জান্নাতের চাবি।  
  
নামায সেতো মুসলিম-কাফির এর পার্থক্যকারী    
নামায সেতো মুমিনের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ়কারী।
নামযের মাধ্যমে বান্দা শুধু আল্লাহ কেই ডাকে
তাইতো নামায তাকে অপকর্ম থেকে বিরত রাখে।  

যে জন নামায আদায় করবে দৈনিক পাঁচবার
ইহকাল ও পরকালে রয়েছে তার পাঁচটি পুরস্কার।  
পাঁচবার গোসল করলে, বল কী শরীরে ময়লা থাকে?
নামায পড়লে তেমনি তা মানুষকে পরিচ্ছন্ন রাখে।

নামাযে মুমিন অবনত শিরে খর্ব করে দম্ভ
নামায সেতো ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ।
মুমিন সেতো বিনয়ী নম্র নামাযের হেফাজতকারী
মুমিন সেতো সফল কাম ফিরদাউসের উত্তরাধিকারী।

আসুন নামাজ কায়েম করি, যাকাত আদায় করি
বুঝে-শুনে কুরআন পড়ি,তারই আলোকে জীবন গড়ি,
পিতা-মাতার সেবা করি, করি দ্বীন প্রতিষ্ঠায় চেষ্টা
এপার-ওপারে প্রতিদান দিবেন তার মহান ঐ স্রষ্টা।