গত কুরবানীতে লেখা :
উঠেছে যিলহজ্ব মাসের চাঁদ
বসেছে তাই কুরবানীর হাট
শত শত সব গরু ছাগলের পাল
সাদা, কালো, বাদামী আর লাল
কানায় কানায় ভরে গেছে হাটের ঐ মাঠ।
ক্রেতা আর বিক্রেতার ভিড়ে
এসেছে পশুগুলো নিজ আবাস ছেড়ে
চেনা মুখ আর পরিচিত জায়গার সুখ
বিদায়ে আজ তাই অশ্রু তার ঝরে।
অনেকে তার শক্তিমত্তা দেখাতে
ক্ষিপ্রবেগে গর্জে উঠে ডাকে হাম্বা
বেগতিক দেখে মালিক তার
কষে বাঁধে সাথে বিদ্যুতের খাম্বা।
দেখছে ডান বাম চলছে দরদাম
হাঁকাচ্ছেন ব্যাপারী গরু তার মাঝারি
সত্তর থেকে নব্বই হাজার
এটাই নাকি এবারের বাজার;
যেটি দেখতে ভালো আকার যার একটু বড়
মূল্য তার নাকি উর্দ্ধ শত সহস্র।
বান্দা দেখেন, মোটা তাজা কিংবা সরু
আল্লাহ বলেন, দেখিনা বান্দা রক্ত মাংস
উট, দুম্বা, ছাগল, ভেড়া কিংবা গরু
দেখি আমি, তুমি কতটা খোদাভীরু।
অনেক দেখে শুনে সাধ্যের অর্থ গুনে
একে নয় মিলে সাত জনে;
কিনেছি লাল একটা গরু মধ্যম দামে
উৎসর্গ করবো তারে মহান রবের নামে।
ক্ষমা কর প্রভু পাপ না করবো কভু
রক্ষা পাবোনা ভেবে কাঁদি শুধু তোমারই ডরে
মোর বিচার নিয়োনা তাই ঐ হাশরে;
প্রার্থনা করি হয়ে আজ ব্যাকুল
মোর কুরবানী কর, হয়ে সদয় কবুল।