অজুহাত কে পুঁজি করে
বৈতরণী দিচ্ছ পাড়ি,
সাদা কাগজে হচ্ছে লিখা
চলবেনা কো ছলচাতুরী।

মরণোত্তর সম্মাননা,অক্ষমে ডিগ্রী,
অযথাই দেখাচ্ছ কতশত বাহাদুরি।

নিকুচি তোর ভাব ভঙ্গি, পিছু চেয়ে নেক,
পূর্বের ন্যায় পিঁপড়াও নও,একলা ভেবে দেখ।

অর্জিত সব অর্জন তোর যাবে বিফলে,
জনে জনে করো জিজ্ঞেস, তারা কি বলে।।