তোমার ঐ উদাস চাহনি!
ঠিক যেন সন্ধ্যা তারার মত; মিলিয়ে যায়-
দূরে বহুদূরে অনিশ্চিত গন্তব্যের কোন এক নীড়ে।
তোমার পলকহীন ঐ দৃষ্টির ভাষা,
এতো বেশি দুর্ভেদ্য!
এরচেয়ে ঢের সহজ পিথাগোরাসের নিরস কোন উপপাদ্য।।
তোমার স্বভাবসুলভ ঐ শূন্য দৃষ্টিপাত,
এতোটাই প্রশ্নবাণে বিদ্ধ!
সরলরেখা ধরে এর উত্তর খুঁজতে গেলে; হয়ে পড়ি পক্ষপাতদুষ্ট।।
আমার ভেতর বাড়ি যতই হোক দ্বিধাগ্রস্ত,
আমি ভীষণ রকম সতর্ক-শান্ত;
তোমার অসংজ্ঞায়িত ঐ স্থির দৃষ্টির সামনে-
জটিল হিসেব নিকেশে জর্জরিত ঐ চাহনির সামনে।।
মানচিত্র
--------
০৩-১০-২৩