আমাদের স্বাভাবিক কথা বলা,
একে অপরের খোঁজ নেয়া;
হঠাত করেই একদিন থমকে গিয়েছিলো-
ঠিক যেভাবে হঠাত একদিন শুরু হয়েছিলো!!
আমি ও ভেবেনিলাম এ আর নতুন কি!
এমনিতো হয় আমার সাথে -
নিয়তি বলে সম্বোধন করি যাকে।।
তাই এই নিয়তি আমার কাছে-
এক অপ্রাপ্তির মহাকাব্য।।
যার শুরু থেকে শেষব্দি কোথাও তুমি নেই,
আমরা বা আমদের শব্দ পর্যন্ত নেই।
তবে মহাকাব্যের প্রতি পাতায় শুকিয়ে যাওয়া নোনা জল
স্মৃতিচিহ্ন রেখে গেছে নির্বিকার, নি:শব্দে!!
আর তাইতো নিজেকে বোঝাই;
অনেকেইতো আসে, কিছুটা সময় বসে
ঠিক পাখি যেমন বসে, ছোট্ট ডালে-
তারপর উড়াল দেয় নিজ খেয়ালে।
ভুলে যায়, কোথায় একটু জিরিয়েছে সে তার যাত্রাপথে।।
খুব স্বাভাবিক সংকোচহীন তার চলার পথে,
যেটা ছিল এক যাত্রাবিরতি, কেবলই এক যাত্রাবিরতি।।
তাইতো এই জীবন সায়াহ্নে এতোটুকুই চাওয়া-
তোমার যাত্রাপথের একটা প্লাটফর্মের নাম,
আমার নামে রেখো।।
আমার নামে একটা প্লাটফর্মের নাম রেখো...
তবুও আমায় মনে রেখো।।
------------
মানচিত্র
১৪-১১-২৪