মুষলধারে বৃষ্টি হবে!
যখন বৃষ্টির ফোটা তোমায় উপভোগে ব্যস্ত;
ঠিক তখন!
ঠিক তখন, আমি চাইবো বৃষ্টির জলে মিশে যেতে
যেন বৃষ্টির প্রতি ফোঁটার-প্রতিটা অনুরণনে
তোমাকে ছুঁতে পারি, অনুভব করতে পারি
তোমার মাঝে চিরতরে হারিয়ে যেতে পারি,
যেমন এক ফোঁটা বৃষ্টি ঝিনুকের বুকে হারিয়ে যায়!!
কাব্য!! থামো।
ঝিনুকের বুকে সেই এক ফোঁটা বৃষ্টি
কোন দিনই হারিয়ে যায় না!!
ঝিনুক তার নিগূঢ় ভালোবাসায়, পরিচর্যায়
নতুন নামে, নতুন পরিচয়ে
অর্থলোভী ধরায় পরিচিত করে;
একটু একটু করে মুক্তোতে পরিণত করে।
পরিণতি!!
পরিণতিতে, এ সমাজ ঝিনুককে ছুড়ে ফেলে,
আর মুক্তোকে সযত্নে গলায় পড়ে!!
কাব্য একদম চুপ হয়ে যায়!
শক্ত করে সুকন্ঠীর হাতটা ধরে,
যতটা শক্ত করে ধরা যায়।
সে বোঝাতে চায়, সে তার সাথে থাকতে চায়,
সারাটা জীবন থাকতে চায়
জীবনের শেষ নিশ্বাসে পাশে পেতে চায়!!
মানচিত্র ❤️❤️