যদি আমি আকাশ হতে পারতাম!!
নিজের স্বপ্নগুলো মিলিয়ে ধরতাম সারাটা বুক জুড়ে।
মিটি-মিটি জ্বলতে থাকা তারাকারাজির সাথে,
মনের সমস্ত সুখ-দুঃখ ভাগ করে নিতাম।
ইচ্ছে হলে বৃষ্টি ঝরাতাম;
বৃষ্টিতে ভিজতাম, ভেজাতাম!!
অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিলো, পারেনি;
আর আমি আকাশ হতে চেয়েছি;
রোদের তেজ সহ্য করার সামর্থ্য সবার থাকেনা।
তাই আমি আকাশ হতে চাই, আকাশ!!
রোজ নিয়ম করে আকাশ পানে তাকিয়ে থাকি,
থাকতে থাকতে নিজের ভেতর
এক অন্য আমি খুঁজে পাই ,
যার মনটা আকাশের মত সাদা, পরিশুদ্ধ।।
এখন সুযোগ পেলেই আকাশ হতে চাই,
মেঘের সাথে খেলতে চাই,
মেঘদের ভিড়ে লুকোতে চাই!
আর আকাশের বেদনার রঙে, নিজেকে মেলে ধরতে চাই।
যেন দূর থেকে চিনতে আমায় ভুল করো,
বিরহ কাতর কোন পুরুষ ভেবে জাপটে ধরো!!
২০-১০-২০১৫