বর্তমান নিয়ে বেশ আছি, ব্যস্ত আছি।
গতিময় জীবনে সময় কোথায়,
অতীতের স্মৃতি মনে করে সময় পার করার!!
যে জীবন সময়ের সাথে পাল্লা দিয়ে নিরন্তর ছুটে চলে-
সেখানে অতীত নিয়ে পড়ে থাকার সময় কি মেলে?
এক জীবনে সত্যিই কি মানুষ,
তার অতীত ভুলে যেতে পারে;
মুছে ফেলা কি যায়-
জীবনের ডায়েরি থেকে ঠিক ইরেজারের মত করে?
শত ব্যস্ততার ভীড়ে,
এখনো যদি তার নামটা কখনো সামনে এসে পড়ে-
জীবনের গতিই থমকে যায়।
কে যেন ভেতর থেকে পুরোপুরি থামিয়ে দেয়।।
আর ঠিক তখনই, একটা দীর্ঘশ্বাসকে-
চুপিসারে,ধীরপায়ে চলে যেতে দেখি...
এই দীর্ঘশ্বাসের অর্থ কি!
তাকে না পাওয়ার আস্ফালন-
নাকি দূরে গিয়ে ভুলে থাকার ব্যর্থ বহিঃপ্রকাশ!!
জানিনা!! এমন দীর্ঘশ্বাসের মানে আমি জানিনা-
সত্যিই জানিনা, খোঁজার চেষ্টাও করিনা কখনো!!
---------------
মানচিত্র