চার বন্ধু! নাম কি তাদের?
নামটা দিও তোমার ইচ্ছে মত
যদি নদীর নামে দিতে চাও, দিতে পারো
শুরুতে যদি পদ্মা দাও তবে শেষটায় গঙ্গা দিও
মাঝখানে আর দুটো নাম!
ওদের সাথে মিল রেখে
যমুনা আর গোমতি দিও …
চাইলে তুমি তাদের নাম ফুলের নামেও রাখতে পারো
শুরুতে যদি টগর দাও শেষটাতে তবে টিউলিপ দিও
আর মাত্র দুটো নাম!
ওদের সাথে মিল রেখেই
কদম আর কামিনী দিও …
তোমার যদি রঙ ভালো লাগে
তাদেরকে তোমার ইচ্ছে রঙে রাঙিয়ে নিও
শুরুটা যদি সবুজ হয় তবে শেষটায় আকাশী দিও
আর থাকলো দুটো নাম!
ওদের সাথে মিল রেখে
নীল আর বেগুনী দিও …
চার বন্ধুর নাম, যা ভালো লাগে দিও
শুধু চারজনকে, একই ছন্দে বেঁধে রেখো!