বিকেলবেলার রোদ নামে যেই, তোমার কাছে যাবার কথা থাকে ।
কিন্তু আমি যাই না বহুদিন ।
জানি আমি, তুমি কী ভাবো তখন…
ভাবো, "ছেড়েই দেবো পাগলটাকে, থাকব না আর সাথে ।
কে বা ভালোবাসতে যাবে এমন উদাসীকে ?
দিন জানে না রাত চেনে না, মন বোঝে না কিছু,
যখন থাকে আসার কথা বসিয়ে রাখে শুধু ।
অনেক হল এবার নাহয় সত্যি ছেড়ে দেবো,
ওকে এত ভালোবেসে কী-ই বা এমন পাবো ?
না না এই এমন করে যায় না যে আর থাকা,
এমনিতে তো ভালোই আছে, থাক না এবার একা ।"
কি গো বৃষ্টি, একটুকুতেই এমনি রেগে গেলে !
তখন কি হয় এসব কথার হঠাৎ আমি এলে ?
তখন তো বেশ আমার বুকে কাঁদতে তুমি চাও,
বলছিলে তো 'ছেড়েই যাবে', যাও না এবার যাও !
কী পেয়েছো এই উদাসীর এমন পাথর মনে ?
সব অভিমান থিতোয় কেন একটু পরশনে ?
তবেই বোঝো, আমি তোমায় কত্ত ভালোবাসি,
তুমি রেগে যেই লাল হও, আমি ভীষণ হাসি ।।