তোমরা যে বলো স্মৃতির সৌধ প্রেমের তাজমহল,
আমি শুনি প্রতি মর্মরে ওঠে ক্ষুধিতের কোলাহল ।
আগ্রার ভরা হিয়া মন্হিয়া
যত ক্ষুধিতের ক্ষুধা নিঙাড়িয়া
সৌধের রূপে মমতাজে দিয়া প্রকাশ করেছে বল ।
মোগল বাদশাহ্ শাজাহান বীর গড়ায়ে তাজমহল ।।
মমতাজে দিতে শুভ্র অমরা যমুনা করেছে লাল,
অসির দাপটে আগ্রার বুকে এনেছে অকালে কাল ।
ক্ষুধার জ্বালায় শিশু মরে হায়
ক্ষুধার যাতনা সহা নাহি যায়
হৃষ্ট বাদশাহ্ তাজপ্রতিভায় বুনেছে প্রেমের জাল ।
শুভ্রকুসুম প্রাসাদে বসিয়া যমুনা করেছে লাল ।।
শ্রেষ্ঠ সৃষ্টি সৃজিবার তরে কাটিয়া কত না শির,
ঈশারে ধরিয়া আনিলেন হেথা শাজাহান মহাবীর ।
গড়িলেন ঈশা প্রেমের দেউল
এই ধরাধামে যার নাই তুল
হারালেন শেষে দুই করমূল, নয়নে বহিল নীর ।
ফুটিল ভুবনে শুভ্র কুসুম কাটিয়া কত না শির ।।
তাই বুঝি শেষে ক্ষুধিতের বাণী করিল অশনিপাত,
ধন-যৌবন সব চলে গেল ঘনায়ে আসিল রাত ।
"সৌভাগ্য"ও চলে গেল শেষে
তাজ সেও পদে লুটাইল এসে
পুত্রের হাতে বন্দীর বেশে পেয়ে গেল সওগাত ।
বিধির বিধান সহিল না আর করিল অশনিপাত ।।